রবিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল।


শুক্রবার,২৯/১১/২০১৯
472

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ রবিবার ছুটির দিনে  স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল। শহর কলকাতার বহু  যান চলাচল হয় এই উড়ালপুল দিয়ে,২০১০ সালে চালু হয়েছিল উল্টোডাঙা উড়ালপুল। । এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রবিবার সকাল থেকেই এই উড়ালপুল বন্ধ থাকবে। সুত্রের খবর গাড়িগুলি উল্টোডাঙার হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।তবে রবিবার ছুটির দিন বলে নিত্যযাত্রীদের অসুবিধা কম হবে বলে আশা করছে কেএমডিএ । আগামী রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে উল্টোডাঙা উড়ালপুলে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট