দেশ এগোচ্ছে আর নারীর শরীর পুড়ছে ! ( কবিতা )


বুধবার,০৪/১২/২০১৯
2904

।। কবিতা।।
দেশ এগোচ্ছে আর নারীর শরীর পুড়ছে!

জ্যোৎস্না দত্ত

পাশবিকতায় জীবন চলে যাওয়ার পর
মোমবাতি নিয়ে মিছিল চায় না আর
এমন নৃশংসতায় যেন আর না হারাতে হয়
প্রিয়াঙ্কা নির্ভয়াদের মতো নিষ্পাপ প্রাণকে।
আমরা নারী, আমরা যেমন সৃষ্টিকর্তা
তেমনি শয়তানের ধ্বংস করতে অস্ত্র ধরতেও রাজি।
ব্যাগ কাঁধে পড়তে যাওয়া মেয়েটি আর ফিরল না বাড়িতে,
অফিস থেকে ফিরল না বাড়ির আদরের মেয়েটি,
ফিরল ছিন্নভিন্ন দেহ,
বাতাস ভাসিয়ে নিয়ে এল শরীরের পোড়া গন্ধ।
আর পোড়া গন্ধ চায় না, আর ভয়ে থাকতে চায় না,
এবার সময় এসেছে প্রতিবাদে শান দেওয়ার
অস্ত্র হাতে নপুংশুকদের দেহ টুকরো টুকরো করার।
দেশ এগোচ্ছে আর নারীর শরীর পুড়ছে!
অনেক হয়েছে, আর কতদিন???

জ্যোৎস্না দত্ত

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট