বঙ্গে কবে ঘটবে শীতের আগমন?


মঙ্গলবার,১০/১২/২০১৯
845

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত এখনো পরেনি। পাশাপাশি ভোরের দিকে এবং রাতের দিকে শীতের আমেজ মিললেও , দিনের বেলায় বেলা বাড়ার সাথে সাথে গরম এর প্রভাও রয়েছে যথেষ্ট। আবহাওয়া দপ্তর সূত্রের খবর শীতের পথে মুলত ভিলেন হয়ে দাঁড়াচ্ছে পশ্চীমি ঝঞ্জা। পশ্চীমি ঝঞ্জার কারনে বঙ্গে শীতের প্রবেশ ঘটতে বিলম্ব ঘটছে। শীতের অনুভূতি  পেতে অপেক্ষা করতে হবে চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহ পর্যন্ত।  এমন পূর্বাভাস জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের  তরফে। প্রত্যেকবারই শীতের আগমনপথে বাধা তৈরি করে দাঁড়ায় পশ্চিমী ঝঞ্ঝা। এবারেও তাঁর ব্যাতিক্রম ঘটল না।

 

অর্থাৎ শীতের আমেজ পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সকলের। উল্লেখ্যে চলতি সপ্তাহে এক দুই দিন পারদ নেমেছিল বেশ অনেকটাই। শীতের উত্তরে হাওয়া গায়ে মেখে রবিবার গুলোতে ভিক্টোরিয়া সহ চিড়িয়াখানায় সাধারন মানুষের সমাগম লক্ষ্যে করা গেলেও। শীতের দাপুটে ইনিংস সেভাবে প্রত্যাক্ষ করেনি বঙ্গবাসী।

 

পাশাপাশি এখনও আলমারি থেকে সেভাবে শীতের পোশাক বার হয়নি অনেকের । বারবার পশ্চিমি ঝঞ্জা  শীতের পথের বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও পারদের ওঠানামা তেমন লক্ষন নেই। সোমবার তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রের খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন হেরফের হবার তেমন লক্ষন নেই।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট