মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো।এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করলেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঐতিহাসিক সেই সন্ধিক্ষন এসে উপস্থিত হল, বিদেশের মাটিতে বাঙালির ঘরের ছেলে নোবেল পুরস্কার নিলেন। বাংলা ও বাঙালির কাছে এক গর্বের দিন।
এদিন এর অনুষ্ঠানে একেবারে বাঙালি পোশাকে উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়া এদিন এর অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের অন্যান্য নোবেল প্রাপকরা। সব বিজেতার মতো তাঁর হাতেও পদক ও ডিপ্লোমা তুলে দিলেন সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ।
অবশেষে প্রতীক্ষার অবসান হল মঙ্গলবার। ভারতে ঘড়ির কাঁটা যখন দশটা ছুঁই-ছুঁই তখন এল সেই মুহূর্ত। ঘোষণা করা হল অভিজিৎ, এস্থার নাম । বিদেশের মাটিতে বাঙালির উজ্জ্বল উপস্থিতি ইতিহাস সৃষ্টি করল । সবমিলিয়ে এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। স্টকহল্মের কনসার্ট হলে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো।
এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে স্টকহল্মে হাজির ছিলেন অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং ভাই অনিরুদ্ধও। বাঙালির বিশ্ব জয়ের ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল গোটা দেশ। এদিন বাঙালি সাজে নোবেল পুরস্কার গ্রহন করলেন বিজয়ী দম্পতি। অমর্ত্য সেনের পর অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
Auto Amazon Links: No products found.