১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছাল মহানগরী কলকাতায়। রাষ্ট্রয়ত্ব শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো সহ একাধিক দাবিতে শুরু হয়েছিল পদযাত্রা। রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও এই দাবিতে দীর্ঘ ২৮৩ কিলোমিটার লংমার্চ শেষ হল। পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসপের সামনে থেকে এই লংমার্চ যাত্রা শুরু হওয়ার পর বিভিন্ন জেলার মধ্য দিয়ে বুধবার রানি রাসমনি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। শ্রমিক ও শ্রমজীবী মানুষের স্বার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন বলে এদিন রানি রাসমনি রোডের সভায় জানান বাম নেতারা। দক্ষিণবঙ্গে এই লংমার্চের পাশাপাশি পৃথক ভাবে উত্তরবঙ্গেও ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত লংমার্চের আয়োজন করেছিল বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। রানি রাসমনি রোডে এদিনের সমাবেশ থেকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জোরাল ভাষায় সরব হন বাম নেতারা।
১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছাল মহানগরী কলকাতায়
বুধবার,১১/১২/২০১৯
685