অসম: নাগরিকত্ব বিলের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি অসম, , ও ত্রিপুরার বিস্তির্ন অঞ্চল। এদিন নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাস্তায় নামেন হাজার হাজার সাধারন মানুষ। পরিস্থিতি বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে ভয়ঙ্কর আকার নেয়। এছাড়া প্রতিবাদী জনতার সাথে পুলিশের বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ শুরু হয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে নামানো হয় সেনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি, কাঁদানে গ্যাস, এমনকি শূন্যে গুলিও ছুড়তে হয়েছে। একাধিক জায়গায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।লোকসভায় ওই বিলটি পাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত অসম। শুরু হয়েছে ধর্মঘট। যান চলাচল পুরোপুরি বন্ধ। ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে এদিন অসম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৫ হাজার আধাসেনা উড়িয়ে নিয়ে গেল কেন্দ্র। এজন্য প্রায় ২০ কোম্পানি আধাসেনা প্রত্যাহার করা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে।অসমের মতোই বিক্ষোভে উত্তাল ত্রিপুরা সহ উত্তর-পূর্বের আরও কয়েকটি রাজ্য। ত্রিপুরায় মঙ্গলবারের পর বুধবারও বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা।
নাগরিকত্ব বিলের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি অসম, , ও ত্রিপুরার বিস্তির্ন অঞ্চল।
বৃহস্পতিবার,১২/১২/২০১৯
424
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---