শীত আসছে শহরে


বৃহস্পতিবার,১২/১২/২০১৯
982

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শীত এসেও আসছে না। শীতের অপেক্ষায় শহরবাসী। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ চলে এল কিন্ত শহরের বুকে শীত উধাও। কবে শহরে শীতের আগমন ঘটবে? কেন বিলম্ব হচ্ছে শীতের আগমনের । আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পশ্চিমী ঝঞ্জার জেরে থমকে গিয়েছে শীত। পাশাপাশি  পশ্চিমী ঝঞ্জার কারনে রাজ্যে শীতের আগমন ঘটতে বিলম্ব হচ্ছে। কিন্ত এবার আশার খবর শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রের খবর আগামী ৪৮ ঘন্টায় পারদ নামার সম্ভাবনা রয়েছে।কলকাতা আকাশ আজ আংশিক মেঘলা থাকবে।সর্বনিন্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রী সেলসিয়াস।হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যর বিভিন্ন জায়গায়।

 

শহর সহ জেলা জুড়ে শীতের অনুকুল পরিবেশ তৈরী হবে। রাজ্যবাসী এবার শীতের আমেজ উপভোগ করতে পারবে। অর্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহরে শীতের আগমন ঘটতে চলেছে এমনটাই জানাল হাওয়া অফিস। বেশ কয়েকদিন ধরে ভোরের দিকে শীতের আমেজ পাওয়া গেলেও বেলা গড়িয়ে চলার সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন ঘটতে থাকে। আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। সেই কারনে সেইভাবে শীতের আমেজ উপভোগ করতে পারেনি শহরবাসী। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলে এলেও শীতের দেখা মিলছিল না শহর জুড়ে।

 

কিন্ত এবার শীতের ইনিংস শুরু হতে চলেছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে। বঙ্গে প্রবেশ ঘটতে চলেছে শীতের। অর্থাৎ এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। এবার হয়ত শীতের দাপুটে ইনিংসের সময় শুরু হতে চলেছে এমনই আভাস মিলেছে। অন্য বছরের মত এই বছরেও শীতের পথে শুরুতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমীঝঞ্জা। তবে আবহাওয়া দপ্তর সুত্রে খবর পশ্চিমী ঝঞ্জা কাটিয়ে এবার বঙ্গে শীতের অনুপ্রবেশ ঘটতে চলেছে। এবার পুরোপুরি ভাবে শীতের আমেজ উপভোগ করতে পারবেন সাধারন মানুষ। আগামী ৪৮ ঘন্টায় পারদ নামার সম্ভাবনা রয়েছে অনেকটাই। অর্থাৎ শীতের দাপুটে ইনিংস শুরু হওয়া শুধুমাত্র সময়ের  অপেক্ষা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট