বিলের প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ।


শুক্রবার,১৩/১২/২০১৯
803

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

অসমঃ কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। অসম সহ উত্তর পুর্বে একাধিক অঞ্চলে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি। এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ নিয়ন্ত্রনে আনতে নামানো হয়েছে বহু সেনা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে ফুঁসছে অসম। ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অসমের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১৪৪ ধারা জারির মধ্যে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। রাজপথে জমায়েত হয়ে বহু সাধারন মানুষ এই সংশোধনী বিলের প্রতিবাদে সরব হয়েছেন অসমবাসী। এই বিল পাশের পর থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। অসমে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদী জনতা । মারমুখী জনতাকে ঠেকাতে পুলিশ বহু জায়গায় লাঠি চালায় ও কাঁদানে গ্যাস ছোড়ে। গুয়াহাটি-সহ বেশ কিছু জায়গায় গুলিও চালায় তারা। অসমে ব্যহত হয়েছে যান চলাচল। স্কুল কলেজ বন্ধ, জনজীবন বিপর্যস্ত হয়েছে।  অসমে ৫ কলাম সেনা মোতায়েন করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট