রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছেন সাহিত্যিক আবুল বাশার, ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।


শুক্রবার,১৩/১২/২০১৯
1228

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখানো হয় ক্যাবের বিরুদ্ধে। ফলে কলকাতার বিস্তীর্ণ অংশ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ।নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারন মানুষ।  ।নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু  করে জনতা। এছাড়া উলুবেড়িয়া চত্বরে শুরু হয় অবরোধ। যার ফলে বাতিল হয় বেশ কয়েকটি লোকাল ট্রেন। অফিস থেকে ফেরার সময় হাওড়া স্টেশনে বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে রেলের কেবিনে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

 

ইটবৃষ্টি করা হয় দাঁড়িয়ে পড়া করমণ্ডল এক্সপ্রেসে। অন্যদিকে ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙায় রেল অবরোধ শুরু হয়েছে। লাইনের মধ্যেই আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।বিক্ষোভের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন বিশিষ্টরা। সকলে শান্তি বজায় রাখুন আবেদন জানিয়েছেন রাজ্যপাল। এছাড়া রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছেন সাহিত্যিক আবুল বাশার, ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট