নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সোমবার,১৬/১২/২০১৯
525

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

রাজ্যেঃ নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত। এছাড়া রাজ্যের বেশ কিছু জায়গায় এই প্রতিবাদ ও বিক্ষোভ হিংসাত্মক আকার নিয়েছে। শহর সহ জেলা জুড়ে একই ছবি। শনিবার বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “সকল রাজ্যবাসীর কাছে আমি আবার অনুরোধ করছি যে কোনওভাবেই কোনওরকম হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হবেন না এবং রাজ্যজুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখুন।নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ তিনি মিছিল শুরু করবেন ভারতীয় সংবিধানের প্রাণপুরুষ বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশ থেকে। মিছিল রেড রোড থেকে শুরু হয়ে মেয়ো রোডে গান্ধী মূর্তি ছুঁয়ে চলে যাবে জওহরলাল নেহরু রোড, ধর্মতলা দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে জোড়াসাঁকো। যাঁরা গণতান্ত্রিক পথে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন, তাঁদের সকলকেই আজ, সোমবার থেকে তৃণমূলের ডাকা মিছিলে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট