বঙ্গে এল শীত , এক ধাক্কায় পারদ নামল অনেকটাই


বুধবার,১৮/১২/২০১৯
904

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আজ বুধবার মরশুমের শীতলতম দিন । আজ সর্বনিন্ন তাপমাত্রা ১৬ ডিগ্রীর আশেপাশে ঘোরফেরা করবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই নামবে এমনটাই জানা  যাচ্ছে। এক ধাক্কায় পারদ নামল অনেকটাই, আগামী কয়েকদিনে শহর সহ জেলা জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। এছাড়া শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে পারদ নেমেছে অনেকটাই। এছাড়া কুয়াশা দাপট এখন কয়েকদিন থাকবে জানা যাচ্ছে। ১ লা পৌষে শীতের দাপুটে ইনিংস শুরু। আজ থেকে রাজ্যে প্রবেশ করেছে উত্তরে হাওয়া। আজ থেকে শীত জাঁকিয়ে বসেছে রাজ্য জুড়ে। আলিপুরদুয়ারে শীতের দাপট অনেকটাই বেড়েছে এমনটাই জানা যাচ্ছে। এছাড়া শিলিগুড়িতে আজ সকাল থেকেই সূর্য মামার দেখা নেই।

 

শীত চলে এসেছে আজকের আবহাওয়া এমনটাই জানান দিচ্ছে।  হাওয়া অফিস সুত্রে খবর উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গে উত্তরের হাওয়ার দাপট থাকবে। আজ শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। আজ থেকে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। আজ এক ধাক্কায় পারদ নামল প্রায় ৩ ডিগ্রী।  সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর কলকাতা।

 

মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি। বুধবার তা কমে হল ১৫.৬ ডিগ্রি। ক্রিসমাসের আগে জাঁকিয়ে শীত পরতে চলেছে শহরে। যা শীত প্রেমীদের কাছে এক সুখবর। বেশ কয়েকদিন ধরে পশ্চীমি ঝঞ্জার জেরে শীতের আগমনের পথে বিলম্ব ঘটছিল, তবে সেই বাঁধা কাটিয়ে আজ বঙ্গে শীতের অনুপ্রবেশ ঘটতে চলেছে। পাশাপাশি রাজ্য সহ দক্ষিবঙ্গে উত্তরে হাওয়া বইবে। তবে এই শীত কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখনও পুরোপুরি ভাবে কোন নিশ্চয়তা নেই। তবে যাই হোক বড়দিনের প্রাক মুহুর্তে জাঁকিয়ে শীত উপভোগ করবে শহরবাসী তা বলার অপেক্ষা রাখে না।

 

আজ সকাল থেকেই উত্তরবঙ্গের ছবিটা একেবারে অন্যরকম মরুশুমের শুরুতেই শীতের অনুপ্রবেশ, পর্যটন প্রেমীদের জন্য সুখবর। বছরের এই সময় ভ্রমণ প্রিয় মানুষরা বেড়াতে যান।অর্থাৎ শীতের দাপট আজ থেকে উপভোগ করতে পারবে ।  আজ দার্জিলিং সর্বনিন্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস। পুরলিয়া সর্বনিন্ন তাপমাত্রা ১১ ডিগ্রী , মেদিনীপুরে সর্বনিন্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিন পারদ আরও অনেকটাই নামবে পুর্বাভাস আবহাওয়া দপ্তরের।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট