বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ফের টস জিতে ফিল্ডিং নিল ওয়েস্ট ইন্ডিজ


বুধবার,১৮/১২/২০১৯
573

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বিশাখাপত্তনমঃ আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত –ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে পরাজয়ের পর আজকের ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামল কোহলি ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে ভারতীয় দলকে। ভারতীয় দলে ঘটেছে একটিই পরিবর্তন। শিবম দুবের জায়গায় দলে এসেছেন পেসার শার্দুল ঠাকুর।

 

বিরাট কোহালির মতে, জোরে বোলিংয়ে তীক্ষ্ণতা বাড়ানোর জন্য বাড়তি পেসারের প্রয়োজন ছিল দলে। ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে প্রথম ম্যাচে তারা ভারতকে পরাজিত করেছে। এছাড়া আজকের ম্যাচেও তারা প্রথম ম্যাচের রননীতি নিয়ে মাঠে নেমেছে ভারতের বিরুদ্ধে। আজ ভারতের হয়ে ওপেন করতে নেমেছে রোহিত ও কে এল রাহুল। আজ ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে ভারতের দুই ওপেনার। ওয়ান ডে সিরিজে টিকে থাকতে গেলে আজ, বুধবার, বিশাখাপত্তনমের দ্বিতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট