কলকাতাঃ মায়াবী আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রীট চত্বর। হাজার হাজার মানুষ আজ ভীড় জমিয়েছেন সেখানে। সাথে রয়েছে কড়া নিরাপত্তা। কেবলমাত্র পার্কস্ট্রিট চত্বরের দায়িত্বে রয়েছেন ৫ জন ডিসি। এছাড়াও সারা শহর জুড়ে বিশেষ করে পার্কস্ট্রিট এলাকায় নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশের বিশেষ টিম। রয়েছে সাদা পোশাকের পুলিশ এবং মহিলা পুলিশের বিশেষ টিমও। পার্কস্ট্রিট এলাকায় বসানো হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার।সন্ধ্যা নামতেই কার্্যেত জনজোয়ার গোটা পার্কস্ট্রীট চত্বর জুড়ে। সেন্ট পলস ক্যাথেডার্ল থেকে ব্যান্ডেল চার্চ সন্ধ্যা নামতেই উৎসাহী মানুষের সমাগম।আজ সকাল থেকেই ইকো পার্ক চত্বর ছিল জমজমাট। উৎসবমুখর কলকাতা। সিটি অব জয় কার্্যেত মায়াবী আলোয় সেজে উঠেছে ।আর বড় দিনের আনন্দ উপভোগ করতে পার্কস্ট্রীট এলাকায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। পুরোপুরি ভাবে ফেস্টিভ মুডে শহরবাসী।
বড়দিনের আনন্দ গোটা বাংলা
বুধবার,২৫/১২/২০১৯
946
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---