কলকাতাঃ আরও একটা বছর শেষ , স্বাগত ২০২০। আজ ইংরাজী নববর্ষের প্রথম দিনে বাংলা এক্সপ্রেসের সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত বছর গুলিতে আপনারা আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন এই আশা রাখি। ইংরাজী নববর্ষের প্রথম দিনে আজ সকলের হৃদয় আনন্দে উদ্ভাসিত হোক, পুরন হোক সকলের স্বপ্ন। রাজ্য ,রাজনীতি, বিনোদন থেকে খেলাধুলা প্রতি মুহূর্তের সব আপডেট পেতে ফলো করুন আমাদের ওয়েবসাইট। মুহুর্তের খবর আজ সাথে সাথে পাওয়া অত্যান্ত জরুরী হয়ে উঠেছে বর্তমান দিনে। প্রতিনিয়ত বেড়ে চলেছে মানুষের ব্যাস্ততা আর তারই সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে সময়, সঠিক সময়ে সঠিক খবর পৌঁছে দিতে সর্বদা সজাগ আমরা। সাথে থাকুন পাশে থাকুন। চেনা কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্ত কোথায় কখন কি ঘটছে ? তুলে ধরব আমরা। বাংলার সংস্কৃতি, বাংলার খবর, জানতে চোখ রাখুন আমাদের ওয়েব সাইটে ।