কলকাতাঃ মায়াবী আলোয় সেজে উঠেছিল শহরের বিভিন্ন পাঁচতারা হোটেলগুলি। বর্ষ বরনের রাতে সেখানে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তপক্ষ। এছাড়া পাশাপাশি নানান ধরনের গানের তালে নেচে উঠেছিল সকলে। আলোয়, উচ্ছ্বাসে আর আবেগে টইটুম্বুর হয়ে উঠেছিল সকলে। কলকাতা ও শহরতলির দ্রষ্টব্য স্থানগুলিতে আনন্দ উপভোগ করতে ব্যাস্ত ছিল সকলে। সব মিলিয়ে মধ্যরাতে উৎসবের আনন্দে মেতে উঠেছিল আট থেকে আশি। শহরের নামী রেস্তোরা গুলিতে বাহারি ধরনের খাবারের মেনু ছিল, কেউ বা পরিবারের সাথে আবার কেউ বা কলেজের বন্ধুদের সাথে সাল শেষের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিল। বর্ষ বরনের রাতে উৎসব মুখর ছিল শহরের দ্য পার্ক হোটেল, সেখানেও নতুনকে বরনের আনন্দে মেতেছিলেন সকলে।
আলোর বন্যায় ভাসল চারদিক
বুধবার,০১/০১/২০২০
369
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---