দশক শেষে নতুন দশকের শুরু, নাচে গানে বর্ষ বরন


বুধবার,০১/০১/২০২০
375

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আতসবাজির রোশনাই স্বাগত জানানো হল ২০২০কে। সাল শেষে চুটিয়ে আনন্দ উপভোগ করল কলকাতাবাসী। গতকাল রাত থেকেই উৎসবের চেহারা নেয় শহরের রাজপথ। রাত বেড়ে চলার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলে ভিড়, বছর শেষের আনন্দে গা ভাসালেন সকলে। মধ্যরাত থেকেই শহরের বিভিন্ন হোটেল গুলিতে বিভিন্ন ধরের ইভেন্ট এর আয়োজন করা হয়েছিল। সাথে ছিল কড়া নিরাপত্তা বলয়। গতকাল থেকেই সেলিব্রেশনে মেতেছে বাঙালি।

 

বছর শেষ আর নতুন বছর শুরুর এই সময়টায় সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত ছিল কলকাতা। শহর কলকাতার অভিজাত হোটেল জে ডব্লু মেরিয়ট থেকে দ্য পার্ক ও অ্যাকোয়াটিকা  বর্ষ বরনের রাতে ছিল উৎসবের মেজাজ, হই হুল্লোড়ে মেতেছিলেন সবাই।ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শুরু হল বাজি পোড়ানো। হুল্লোড়ের মধ্যে দিয়েই পা দিল নতুন বছর। ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে দলে দলে মানুষ পা রাখল রাজপথে। আলোর বন্যায় ভাসল চারদিক। চলল দেদার খাওয়াদাওয়া।   বছর শেষের আনন্দ উপভোগ করতে সন্ধ্যা নামতেই ভীড় জমিয়েছিলেন অনেকে। মধ্যরাতেই নতুন বছরকে স্বাগত জানাল সকলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট