২০১৯-এ বাঙালির মননে ছাপ ফেলে দেওয়া ঘটনাগুলি


বুধবার,০১/০১/২০২০
1254

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ফিরে দেখা ২০১৯। গত বছরের যে সকল ঘটনা গুলি বাঙালির মননে ছাপ ফেলেছিল। একাধিক ঘটনা তোলপাড় করে তুলেছিল গোটা বিশ্বকে। আবার বাঙালির মুকুটে নয়া পালকের সং যোজন করেছে কিছু ঘটনা। যেমনঃ

*** এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।

*** সিএবি সভাপতি থেকে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ আসনে দাদা।আবার ক্রিকেটের মসনদে বসলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি।

*** এই বছর চারটি সোনা জিতেছিলেন অ্যাথলিট হিমা দাস।

***  ৭ নভেম্বর প্রয়াত হন সাহিত্যিক নবনীতা দেব সেন। বয়স হয়েছিল ৮১ বছর।

*** বিসিসিআইয়ের মসনদে বসেই মাস্টারস্ট্রোক মহারাজের। নভেম্বরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট আয়োজিত হয় ইডেনে।

*** কলকাতার আকাশে টাকার বৃষ্টি!

*** ৫ মার্চ চলে গেলেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী। বয়সজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট