২০১৯ যে সিনেমাগুলি নজড় কেড়েছিল সিনেমাপ্রেমীদের


বুধবার,০১/০১/২০২০
1178

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

*** এক ঝলকে দেখে নিন বিগত বছরের যে সিনেমাগুলি নজড় কেড়েছিল সিনেমাপ্রেমীদের।

 

*** উরি দ্য সার্জিকাল স্ট্রাইক। এই ছবিটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল সিনে মহলে

 

*** ‘আর্টিকল ১৫’। অনুভব সিনহা তৈরি করেছিলেন ‘আর্টিকল ১৫’।

 

*** জোয়া আখতার পরিচালিত ‘গাল্লি বয়’। এই ছায়াছবি বিগত বছরে নজর কেড়েছিল সকলের। পাশাপাশি অভিনেতা থেকে ছবির কলাকুশলিদের দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে এই ছায়াছবিটি।

 

*** ‘সুপার ৩০’। পর্দায় আনন্দের চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে নিংড়ে দিয়েছেন হৃতিক রোশন।বক্স অফিসে দারুনভাবে সাড়া ফেলে দিয়েছিল এই ছায়াছবিটি। একেবারে নতুন চরিত্রে দ্যাখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনকে এই ছায়াছবিতে।

 

*** কন্ঠ পাওলি-জয়া আহসান অভিনীত এই ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই ছবি সাড়া ফেলেছিল যথেষ্ট  বিগত বছরে।

*** ‘ঘরে বাইরে আজ’ । একফ্রেমে অনির্বাণ এবং যিশুকে দেখা গিয়েছিল এই ছায়াছবিতে,

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট