পিকনিকের মুডে বাংলা


বুধবার,০১/০১/২০২০
1509

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বনভোজন বলতে আনন্দ-উৎসব সহযোগে বনে কিংবা বাড়ীর বাইরে খাবার ভোজন করাকে বুঝায়। সাধারণতঃ মনোরম ও সুন্দরতম স্থানকেই বনভোজনের জন্য নির্বাচিত করা হয়।  পার্ক বা উদ্যান, হ্রদ কিংবা নদীর কিনারের মতো চিত্তাকর্ষক স্থানকেই প্রাধান্য দেয়া হয়। এছাড়াও, জন গুরুত্বপূর্ণ স্থানও বনভোজনের জন্য আদর্শ স্থান।আজ বছরের প্রথম দিন সকাল থেকেই বন্ধুবান্ধব আবার কেউ পরিবার পরিজনকে সাথে নিয়ে বনভোজনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

জেলার বিভিন্ন পিকনিক স্পট গুলিতে উপছে পড়েছে ভিড়। বছরের প্রথম দিনটা মজা আর হই হুল্লোড়ে কাটাতে ব্যাস্ত সবাই। তাই আজকের অনেকে ডেস্টিনেশান শহর বা গ্রামের বিভিন্ন পিকনিক স্পটগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক এবং সায়েন্সসিটিতে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। সকালে পিকনিকের তোড়জোড়ে  উল্লাস ছিল চোখে পড়ার মত। জেলা থেকে শহর জুড়ে একই ছবি। বনভোজনের আয়োজনে ব্যাস্ত আট থেকে আশি সকলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট