সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভক্তদের ঢল নেমেছে।


বুধবার,০১/০১/২০২০
633

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ প্রতি বছরের মত এই বছরেও কল্পতরু উৎসব উপলক্ষে ভোরের আলো ফোটার আগেই সকাল থেকেই অগনিত ভক্ত ভীড় জমিয়েছেন কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে। পাশাপাশি শহরের বিভিন্ন মন্দির গুলিতেও সকাল থেকেই ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মত। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। সেই থেকে প্রতি বছর ১ জানুয়ারি কল্পতরু উৎসব হয় কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে।

 

আজ সকাল থেকেই পড়িবারের মঙ্গলকামনায় পুর্নাথীদের ঢল নামে মন্দির চত্বরে। পাশাপাশি কামারপুকুর ও জয়রাম বাটিতে আজ উদযাপিত হচ্ছে এই উৎসব। আজ হাজার হাজার মানুষ সকাল থেকেই ভীড় জমিয়েছিলেন। আজ পয়লা জানুয়ারী বাঙালির কাছে এ এক বিশেষ দিন। আজ প্রানের ঠাকুরকে স্মরন করার দিন।

আজকের দিনে ঠাকুর  আর্শীবাদ করেন, ‘তোদের চৈতন্য হোক।’ আজ মন্দিরে মন্দিরে বিশেষ পুজো ও ভোগের আয়োজন করেন। প্রতিবছরের মত এই বছরেও কাশীপুর উদ্যানবাটি হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত। আজকের দিনের জন্য বিশেষ ভোগের আয়োজন কড়া হয়েছিল। আজ সেই প্রানের ঠাকুর এর কাছে আশীর্বাদ নিয়ে নতুন বছরের পথ চলা শুরু করলেন ভক্তরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট