কলকাতাঃ আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে তিলোত্তমা কলকাতার বিভিন্ন পার্ক গুলিতে বড়দের পাশাপাশি কচিকাচাদের ভিড় । ইকোপার্ক থেকে সায়েন্স সিটি বহু মানুষ আজ ভিড় জমিয়েছিলেনে শহরের বিনোদন পার্ক গুলিতে। বাধাভাঙ্গা আনন্দ ও উচ্ছাসের মধ্যে দিয়ে আজ উদযাপিত হল বছরের প্রথম দিন। নিকোপার্কে চিত্রটা ছিল একই রকম।সকাল থেকেই লম্বা লাইন প্রত্যাক্ষ করা যায় এই পার্কের টিকিট কাউন্টারের কাছে। বেলা বেড়ে চলার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলে ভিড়। নাচ-গান-আড্ডা দেদার ভুড়িভোজের মধ্যে দিয়ে সময় কাটান অনেকে। চিড়িয়াখানা চত্বরেও এদিন ভীড় ছিল বেশ অনেকটাই।
বাঁধভাঙ্গা উচ্ছাসের মধ্যে দিয়ে স্বাগত নতুন বছরকে
বুধবার,০১/০১/২০২০
622
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---