বাংলাদেশে নির্বাচনের বর্ষপূর্তিতে ছাত্রলীগের বিজয় মিছিল


বুধবার,০১/০১/২০২০
564

মিজান রহমান, ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েগণতন্ত্রের বিজয় মিছিলকরেছে ছাত্রলীগ। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে জননেত্রী শেখ হাসিনাকে পরপর তৃতীয়বারের মতো সুযোগ দিয়েছে। যার ফলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই দিনটি যেমনি আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের বিজয় দিবস, তেমনি ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে ছাত্রলীগও এর অংশীদার।ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হতো।

শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করছি।মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়সহ কয়েকশনেতাকর্মী। ওরিয়েন্টেশন কোর্স : মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিকশিত করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিসহ বেশকিছু উদ্দেশ্য সামনে রেখে নেতাকর্মীদের জন্য তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে যাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি : সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন আল নাহিয়ান খান জয়। তিন দিনব্যাপী কর্মসূচি হলো৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোর সাড়ে ৬টায় সব সাংগঠনিক ইউনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট