নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের ব্রাহ্মণ এবং সনাতন ধর্মের মানুষেরা


বৃহস্পতিবার,০২/০১/২০২০
586

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের ব্রাহ্মণ এবং সনাতন ধর্মের মানুষেরা। সোমবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিত -ব্রাহ্মণ এবং সনাতন ধর্মের ধর্মাবলম্বী মানুষেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন শান্তি মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হন তাঁরা। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এই সময়ের প্রেক্ষাপটে যারা ধর্মের নামে সমাজকে বিভাজন করে তাদের পক্ষে নন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। তিনি আরও বলেন, আগামী দিনে ব্রাহ্মণদের যে দাবি-দাওয়া ও সারা ভারতবর্ষে ব্রাহ্মণদের যে কৃষ্টি তা তুলে ধরাই এই সনাতন সমাজের মূল লক্ষ্য।

সমাজকে বিভাজন করে এসব চলবে না বলে আওয়াজ তোলেন কর্মসূচিতে যোগ দেওয়া মানুষেরা। ধর্ম যে যার মত কিন্তু সমাজকে সকলকে নিয়ে চলার। বিভেদ সৃষ্টি করা চলবে না এই বার্তায় এদিন দেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট