বনধের বিরোধিতা ফিরহাদ হাকিমের


বৃহস্পতিবার,০২/০১/২০২০
885

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা, এনআরসি সহ একাধিক ইস্যুতে আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে ভারত ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ। এ রাজ্যে বামপন্থী দলগুলো সহ কংগ্রেসও এই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে। আগামী ৮ ডিসেম্বর সর্বাত্মক ধর্মঘট সফল হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বাম ও কংগ্রেসের নেতারা। তবে বনধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পুরো দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন বনধ করে কোন সমস্যার সমাধান হয়না। এনআরসির এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বাংলার মানুষ রয়েছে। আর এই ইস্যুতে বনধ করা মানে তাদের উপর আরও বোঝা চাপিয়ে দেওয়া।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

https://youtu.be/euguF37RIQA

এদিকে বনধের সমর্থনে এরাজ্যে সিপিএম সর্বশক্তি নিয়ে আসরের নেমেছে। বিমান বসু, মহম্মদ সেলিম সহ দলের শীর্ষ নেতারা বনধের সমর্থনে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন। বাম ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে বনধের সমর্থনে মিছিল সংঘটিত হচ্ছে। তবে এই বনধকে কেন্দ্র করে আবারও যে রাজ্যের শাসক দলের সঙ্গে বিরোধী বাম-কংগ্রেসের রাজনৈতিক তরজা জমবে তা এদিন ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে স্পষ্ট।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট