দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নিয়তের উপর হামলার ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা দেশ


মঙ্গলবার,০৭/০১/২০২০
532

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নিয়তের উপর হামলার ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। বিজেপি বিরোধী দেশের সব রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার কলকাতার রাজপথে বিজেপি বিরোধী ডান-বাম সব রাজনৈতিক দল প্রতিবাদে গর্জে উঠেছিল। পথে নেমেছিল বাংলার ছাত্র সমাজ। সোম বারের পর মঙ্গলবারও মহানগরী এই ইস্যুতে মিছিল নগরীতে পরিণত হয়। তবে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলার নাগরিক সমাজ এদিন কলকাতার রাজপথে পায়ে পা মেলালো। গানে কবিতায় স্লোগানে মুখরিত হলো কলকাতার রাজপথ। কে ছিলেন না মিছিলে, সমাজের বিশিষ্টজনেরা পায়ে পা মেলালেন, সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলার ছাত্রসমাজ। অংশগ্রহণ করেন শ্রমজীবী মানুষ থেকে পথচলতি জনগণ। প্রত্যেকের গলায় এক সুর, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওইদিনের ওই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ।

মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যেমন ছিলেন অভিনেতা কৌশিক সেন, পরিচালক তরুণ মজুমদার, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, কবি মন্দাক্রান্তা সেন, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, সমাজকর্মী ভারতী মুৎসুদ্দি, সংগীত শিল্পী অনুপম রায়, রুপঙ্কর, রুপম ইসলাম। আবার এই মিছিলে পায়ে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর মতন নেতারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট