Farah Khan এবার তাঁর ফ্যামিলির সঙ্গে 55 তম জন্ম দিবস উজ্জাপন করলো


বৃহস্পতিবার,০৯/০১/২০২০
771

Farah Khan এবার তাঁর ফ্যামিলির সঙ্গে 55 তম জন্ম দিবস উজ্জাপন করলো। ফারাহ খানের বয়স এখন 54 বছর। আর আজ 9 জানুয়ারী তাঁর জন্মদিন। বলিউডের সমস্ত বন্ধুরা ফারাহকে তার জন্মদিনে অভিনন্দন জানাচ্ছেন। আর এই অনুস্টানে ফারাহ তার বিবাহিত জীবন এবং তার বাচ্চাদের ছবি শেয়ার করেছে সোশ্যালে। ফারাহ ও শিরিশ বিবাহ জীবন 14 বছর গিয়ে পরেছে। আর এদের মধ্যে তিনটি সন্তান রয়েছে। যদের নাম সিজার কুন্ডার, ডিভা কুন্ডার এবং অন্যা কুন্ডার। বলিউডে যোগদানের আগে ফারাহের স্বামী শিরিশ একজন বৈদ্যুতিন প্রকৌশলী ছিলেন এবং বহু চেষ্টা করে বলিউডে এসেছিলেন। আর এখন চলচ্চিত্র সম্পাদক হিসাবে কাজ করেছেন তিনি।

পার্সি পরিবারের সদস্য ফারাহ আর তার স্বামী শিরীশ হিন্দু প্রিবারের সদস্য। তবে ফারাহের মা মানেকা ইরানী পার্সী, অন্যদিকে ফারাহের বাবা কামরান খানও ছিলেন এক মুসলিম পরিবারের সদস্য।

Loading...

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট