নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন তোলপাড়


রবিবার,১৯/০১/২০২০
682

কাগজ আমরা দেখাবো না। এই চারটে শব্দ এই মুহূর্তে উঠছে। এ রাজ্যের শাসক বিরোধী বাম কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে।প্রায় প্রতিদিনই নিয়ম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সংগঠনের মঞ্চে গিয়ে বসছেন বক্তব্য রাখছেন নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে। অথচ দুমাস ধরে কলকাতা পুরসভার অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে জিরো আওয়ার প্রস্তাব আনা হলেও বামেদের সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। গতমাসে প্রস্তাব খারিজ হওয়ার পর এ মাসের মাসিক অধিবেশনেও বাম কাউন্সিলরা নাগরিকত্ব সংশোধনী আইন ও এনপিআর, এনসিএ’র বিরুদ্ধে প্রস্তাব গ্রহণের আর্জি জানান যদিও চেয়ারপারসন মালা রায় চলতি মাসের মাসিক অধিবেশনেও বামেদের আনা প্রস্তাব খারিজ করে দেন। অথচ মজার বিষয় হলো এই যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নাগরিকত্ব সংশোধনী আইনে এলাকার মানুষকে কি কি কাগজ দেখাতে হবে এনপিআরেসাধারণ মানুষকে কি কি কাগজ দেখাতে হবে সেটা জানতে চেয়ে মেয়রের কাছে প্রস্তাব জানালে চেয়ারপারসন মালা রায় তা গ্রহণ করেন।

এরপরই তৃণমূল কংগ্রেস ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলে কাউন্সিলর ওয়েলে নেমে বিক্ষোভ দেখান প্রস্তাবের কাগজ ছিঁড়ে ফেলেন এবং অধিবেশন কক্ষ পরিত্যাগ করে বেরিয়ে যান।মেয়র ফিরহাদ হাকিম এবং চেয়ারপারসন মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাম কাউন্সিলররা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট