সিরিজ নির্ধারক তৃতীয় ওডিআই ঘিরে টানটান উত্তেজনা।


রবিবার,১৯/০১/২০২০
436

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচেও টসে জেতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাট করার সিধান্ত নেন তিনি। শুরুটা ভাল হয়নি অজিদের। শামির বলে মাত্র ৩ রানের মাথায় রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার (৩) ও অ্যারন ফিঞ্চের (১৯) রানে আউট হয়ে যান। এরপর স্মিথ দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ২৮৬ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি ৬৩ রান দিয়ে নিলেন চার উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। সিরিজ নিজেদের দখলে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে বিরাট ব্রিগেডকে। আজ ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার। চিন্নাস্বামীর সিরিজ নির্ণায়ক এই ম্যাচে জিততে গেলে বিরাট বাহিনীকে ২৮৭ রান তুলতেই হবে।

 

আজ দুর্দান্ত শুরু করলেন ভারতের দুই ওপেনার। আজ সিরিজের নির্নায়ক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন হিট ম্যানের। আজ শুরু থেকেই আক্রমনাত্মক ইনিংস খেলতে দেখা যায় ভারতের দুই ওপেনারকে।  সিরিজ নিজেদের দখলে রাখতে আজকের ম্যাচ জিততে মরিয়া বিরাট বাহিনী। আজ ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত-রাহুল। এদিন দুজনেই শুরুতেই ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন। ইতিমধ্যে ভারতীয় দলের একটিমাত্র উইকেটের পতন ঘটেছে।

 

রাহুল ফিরে যাওয়ার পর কোহলি –রোহিত জুটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে দলকে, রোহিতের চওড়া ব্যাটে ভর করে জয়ের লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ভারতীয় শিবির। আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে কোহলি –রোহিত জুটি নতুন করে ফাইনাল ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছে আজ। রাহুল ফিরে যাওয়ার পর কোহলি- রোহিত জুটি পার্টনারশিপ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় দলকে। আজ শুরুতেই আক্রমণাত্মক ইনিংস খেলতে শুরু করেন হিটম্যান।

 

অজিদের বিরুদ্ধে আজ আবার স্বমহিমায় দেখা গেল তাকে। আর তাঁর সাথে জুটি বেঁধে অনবদ্য ইনিংস খেলে চলেছেন ক্যাপ্টেন কোহলি। এখনও পর্যন্ত আজকের ম্যাচে রোহিতের ব্যাক্তিগত সংগ্রহ ৭৫ ,অন্যদিকে কোহলি ব্যাট থেকে এসেছে ২৭ রান। এই জুটি এখনও ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে দলকে। চিন্নাস্বামীর সিরিজ নির্ণায়ক এই ম্যাচে জিততে গেলে বিরাট বাহিনীকে ২৮৭ রান তুলতেই হবে।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট