সোমবার সাতসকালে ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্য হল এক যুবতীর ও আরো এক মহিলা


সোমবার,২০/০১/২০২০
476

সোমবার সাতসকালে ধান বোঝাই লরির ধাক্কায় মৃত্য হল এক যুবতীর ও আরো এক মহিলা। এদিন পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা থকে তুরকা গামি রাজ্যসড়কের বাঘগেড়িয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। বেলদা পুলিস সূত্রে জানাগিয়েছে, দাঁতন থানার রামচন্দ্রপুর থেকে ট্রেন ধরতে স্কুটিতে বেলদা আসছিল, বছর ৩৭ এর শোভা দাস ও বছর ২২এর দিপীকা ধারা।দুজনের কারোরই মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে । সাবড়া পেরিয়ে আসার পরে বাঘগেড়িয়ার কাছে একটি ধান বোঝাই লরি ধাক্কা মারে এবং দিপীকার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় শোভাকে উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেদলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ি পুলিস এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ধাতক লরিটিকে আটক করেছে বেলদা থানার পুলিস। তবে চালক পলাতক বলে যানাগেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট