নেতাজির জন্মদিনে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে আমন্ত্রিত শতাধিক দৃষ্টিহীন


বৃহস্পতিবার,২৩/০১/২০২০
629

ওঁরা দৃষ্টিহীন। চোখে দেখতে পান না। ভিক্ষার্জনই রুটি-রুজির একমাত্র মাধ্যম। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ওঁরা নিমন্ত্রিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিরাটি হিন্দু মিলন মন্দির। তিন দিনব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠান ও প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান চলছে বিরাটি হিন্দু মিলন মন্দিরে। এদিন ছিল অন্নকূট এর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় শতাধিক দৃষ্টিহীন মানুষকে। অন্যান্য বিশিষ্ট জনের মাঝে এই দৃষ্টিহীন মানুষদের এদিন অন্নকূট এর প্রসাদ খাওয়ানো হয়। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তাদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। বিরাটি হিন্দু মিলন মন্দির এর এই আপ্যায়নে আহ্লাদে আটখানা এই অবহেলিত মানুষগুলো। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন এইসব দৃষ্টিহীন মানুষরা একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে হাজির হন উৎসব স্থলে।

আপ্যায়নের কোনো খামতি ছিল না কর্মকর্তাদের। বিরাটি হিন্দু মিলন মন্দির এর পক্ষ থেকে এদিকে অনুষ্ঠানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। তারাও অন্নকূট এর প্রসাদ খান। এই উপলক্ষে পূজার্চনার আয়োজন করা হয়েছিল। দেবতাকে বিভিন্ন পদের খাবারের ডালা সাজিয়ে দেয়া হয়। সেই খাদ্যতালিকায় যেমন ভাত তরকারি শাকসবজি ছিল তেমনি ছিল পায়েস মিষ্টি মন্ডামিঠাইও। এইসব প্রসাদও তুলে দেওয়া হয় দৃষ্টিহীনদের পাতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট