নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে বাম এবং কংগ্রেস একসাথে দেশপ্রেম দিবস উদযাপন করলো। এদিন সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল করে ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পর্যন্ত পৌঁছায়। মিছিলে অংশগ্রহণ করেন বিমান বসু, সোমেনন মিত্র সহ বাম ও কংগ্রেসের শীর্ষ নেতারা। ছিলেন বহু কর্মী সমর্থক।
https://youtu.be/2vAm4fP1L8Q