ভারতে 3,500 টাকা কমে গেল Nokia 6.2 এবং Nokia 7.2 ফোনের দাম


শনিবার,২৫/০১/২০২০
1515

ভারতে 3,500 টাকা কমে গেল Nokia 6.2 এবং Nokia 7.2 ফোনের দাম। HMD Global-এর তথ্য অনুযায়ী সম্প্রতি ভারতে সস্তা হয়েছে Nokia 6.2 ও Nokia 7.2। Nokia 6.2 ভারতে গত বছর 15,999 টাকায় চালু হয়েছিল। এখন স্মার্টফোনটির দাম 3500 টাকা কমে অ্যামাজনে 12,499 টাকায় বিক্রি হচ্ছে। আর Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা। Nokia 6.2 স্পেসিফিকেশন রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশনে রয়েছে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে।

বিজ্ঞাপন

ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়রছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। আর এই দুই ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট