আজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রাধান্য পেল নারীশক্তি।


রবিবার,২৬/০১/২০২০
381

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ ৭১ তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রাধান্য পেল নারীশক্তি। একের পর এক স্টান্টে অভিভূত দেশবাসী।এই প্রথমবার কুচকাওয়াজে অংশ নেয় সিগনাল কর্প স্কোয়াড। তার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল।এএসআই অনিতা কুমারী ভিভি-র নেতৃত্বে মোটর সাইকেলের উপর মানব পিরামিড গড়ে তোলেন ২১ জন মহিলা। চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে স্যালুট করে দেখান ইনস্পেক্টর সীমা নাগ।

 

এই প্রথম সিআরপিএফ-এর পূর্ণ মহিলা বাইক বাহিন‌ী অংশ নিল কুচকাওয়াজে। দলটির নেতৃত্ব দিলেন ইন্সপেক্টর সীমা নাগ। দলটি নানা সাহসী স্টান্ট দেখানোর পর একেবারে শেষে মানব পিরামিড নির্মাণ করেন চলন্ত মোটরসাইকলের উপরে। সেনা দিবসের প্যারেডে পুরুষদের নেতৃত্ব দিয়ে সম্প্রতি ইতিহাস গড়েন ২৬ বছরের ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ৭১তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। অনুষ্ঠানের শুরুটা হয় বায়ুসেনার ফ্লাই-পাস্ট দিয়ে। শেষ হয় দিল্লির রাজপথে তেরঙা বেলুন উড়িয়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট