বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আচমকা কালো মেঘে সম্পূর্ণ ঢেকে যায় শহর ও শহরতলির আকাশ। ভরদুপুরে নেমে আসে রাতের অন্ধকার।


বৃহস্পতিবার,৩০/০১/২০২০
945

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শহর জুড়ে এক অন্য ছবি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আচমকা কালো মেঘে সম্পূর্ণ ঢেকে যায় শহর ও শহরতলির আকাশ। ভরদুপুরে নেমে আসে রাতের অন্ধকার। আজ সকাল থেকেই আকাশ এর মুখ ভার, বেলা বেড়ে চলার সাথে সাথে কালো চাদরে মুড়েছিল তিলোত্তমা কলকাতা। আজ শহর জুড়ে ছবিটা একেবারে অন্যরকম অন্যদিনের থেকে পুরোপুরি আলাদা। মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল আকাশ। নামল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। শুধুমাত্র শহর কলকাতা নয় জেলাজুড়েও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আজ। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হচ্ছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও হালকা রোদে আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনই থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। আজ বৃহস্পতিবার তাপমাত্রা কমলেও থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট