খড়গপুর রেলের মেন হাসপাতাল আজ সকালে এস শঙ্কর নামে এক ব্যক্তি কে ভর্তি করেছিলেন বাড়ির লোকেরা। ব্যক্তির সঠিকভাবে চিকিৎসা না হওয়ায়। ডাক্তারের গাফিলতিতে শংকর মারা যায় বলে বাড়ির লোকের অভিযোগ। এই ঘটনায় পরিবারের লোক ও এলাকাবাসীরা ক্ষুব্দ হয়ে রেলের মেইন হসপিটাল ভাঙচুর করে। ভাঙচুরের খবর পেয়ে রেলের পুলিশ ও ডিআরএম ঘটনাস্থলে পৌঁছায়। ডিআরএমের কাছে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাড়ির লোকেরা। বাড়ির লোকেদের দাবি সঠিক চিকিৎসা না হওয়ার কারণে এস শংকরর রাউয়ের মৃত্যু হয়(২৮)।
https://youtu.be/vewucE10B2Y