গীতরশ্মি-র পক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত হলো সরস্বতী বন্দনা


রবিবার,০২/০২/২০২০
347

গীতরশ্মি-র পক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত হলো সরস্বতী বন্দনা। এই সরস্বতী বন্দনা অনুষ্ঠানে সংগীত প্রতিষ্ঠান গীতরশ্মির অধ্যক্ষা সুদীপ্তা দাস ছাড়াও সংগীত পরিবেশন করেন ঋতা চ্যাটার্জী, নামান দাস, অঞ্জলি দেবনাথ, টাবু ঘোষ, সোনালি সাহা, কৃষ্ণা দাস প্রমুখ। তবলায় সঙ্গত করেন রাজীব চক্রবর্তী।

এই অনুষ্ঠান ঘিরে শনিবাসরীয় সন্ধ্যা গানে গানে মুখরিত হয়ে ওঠে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট