এখনও পর্যন্ত দীর্ঘতম বাজেট বক্তৃতার নজিরটি গড়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, গত বছর দু’ঘণ্টা ১৭ মিনিট বক্তৃতা দিয়ে। এ বার সেটি ছাপিয়ে দু’ঘণ্টা ৪২ মিনিট বক্তৃতা দিয়েছেন তিনি।


রবিবার,০২/০২/২০২০
304

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এদিন সকাল ১১টায় সংসদে বাজেট পড়া শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শেষ করেন বেলা ১টা ৪১ মিনিটে। রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক দাওয়াইয়ের কথা বলেন তিনি। টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পড়েন সীতারমণ। অসুস্থ বোধ করায় বাজেট স্পিচের শেষ দু’টি পাতা তিনি পড়তে পারেননি। এদিন সীতারামন তাঁর বক্তৃতার শেষের দিকে গিয়ে অসুস্থ বোধ করেন।নির্মলা সীতারমণের আগে কোনও অর্থমন্ত্রী এতক্ষণ সময় ধরে বাজেট পেশ করেননি। এবারের বাজেটে রেকর্ড গড়লেন নির্মলা। ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক ক্ষেত্রে সরকারি খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। গ্রাম ও গ্রামীণ ভারত বরাবরাই গুরুত্ব পায় ভারত সরকারের বাজেটে। এবারও তার ব্যতিক্রম হল না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট