NRC-CAA-NPR বিরোধিতায় গণ অবস্থানরত এক আন্দোলনকারি প্রতিবাদীর মৃত্যু


রবিবার,০২/০২/২০২০
508

পার্ক সার্কাস ময়দানে NRC-CAA-NPR বিরোধিতায় গণ অবস্থানরত এক আন্দোলনকারি প্রতিবাদীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শামিদা খাতুন (৫৭)। এই প্রৌঢ়া এক টানা ২৬ দিন ধরে অসুস্থ শরীর নিয়েও পার্ক সার্কাস ময়দানে আন্দোলনে সামিল ছিলেন। অসুস্থ শরীর নিয়েও এই শীতে প্রতি রাতে মঞ্চে গিয়ে আন্দোলন করাতেই শামিদার মৃত্যু হয়েছে বলে দাবি করছে তাঁর পরিবার।

গতকাল রাত ১২টা নাগাদ বুকে ব্যাথা অনুভব করেন শামিদা। সাথে সাথে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।

শনিবার মধ্যরাতে প্রতিবাদ মঞ্চে থাকা অবস্থাতেই শামিদার বুকে যন্ত্রণা শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনায় রাত থেকেই পার্ক সার্কাসের ধর্না মঞ্চ শোকের ছায়ায় পরিণত হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট