ঝাড়গ্রাম:- জেল থেকে মুক্তি পেয়ে এগারো বছর পর বাড়ি ফিরলেন ছত্রধর মাহাতো। রবিবারই তিনি পা রাখেন ঝাড়ুগ্রামের মাটিতে। যে লালগড়ে একদিন তাঁর নেতৃত্বের কাছে নাস্তানাবুদ হয়েছিল সিপিএম। একদশক পর সেই আন্দোলনের আঁতুড় ঘরে ফিরছেন তিনি। সে খবর পৌঁছেও গিয়েছে সেখানে। এমন একটা খুশির মুহূর্তে ছত্রধর মাহাতোকে অভ্যর্থনা জানাতে তৈরি জঙ্গলমহলবাসী। ঝাড়গ্রামে ছত্রধর মাহাতোকে অভ্যর্থনা জানালো তৃনমুলের প্রথম সারীর নেতা নেত্রীরা।
ছেলের বাড়ি ফেরার খবরে খুশি মা বেদনাবালা মাহাতো। এ দিন তিনি বলেন, ‘বেহুলা যেমন তাঁর স্বামীর জীবন ফিরিয়ে এনেছিল, তেমনি আমার বৌমাও ছেলের নতুন জীবন ফিরিয়ে নিয়ে এল ১১ বছর পর। এর জন্য অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।’
অনৈতিক কার্যকলাপের অভিযোগে ছত্রধর মাহাতো-সহ চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত।ছত্রধরের বিরুদ্ধে মোট ২৮টি মামলা রুজু করা হয়েছিল। ২৪টি মামলা ঝাড়গ্রামে, তিনটি মেদিনীপুরে, একটি ঝাড়খণ্ডে। ১৫টি মামলার নিষ্পত্তি অনেক আগেই হয়ে যায়। ২০১৫ সালে আদালত এই মাওবাদী নেতাকে যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করে। পরবর্তীকালে হাইকোট ২০১৯ সালে সাজার মেয়াদ ১০ বছর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাতে দেখা যায়, ছত্রধর ১০ বছরের সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ঘাটশিলায় একটি মামলার নিষ্পত্তি না হওয়ায় জেলে বন্দি ছিলেন এই মাওবাদী নেতা। ২২ জানুয়ারি আদালত জামিন পেলেও অসুস্থতার কারণে বাড়ি ফিরতে পারেননি। অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএমে ভর্তি ছিলেন। নিজের বাড়ীতে কিছুদিন পরিবারের সাথে সময় কাটাতে চায়। তারপর তিনি রাজনীতিতে নামবে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More