নিউজিল্যাণ্ডের মাটিতে ইতিমধ্যে সিরিজ জয় করে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ তাদের সামনে কিউয়িদের হোয়াইট ওয়াশ করার সুর্বর্ন সুযোগ ছিল । আজ সেই লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছিল কোহলি ব্রিগেড। অবিশ্বাস্য ভাবে পরপর দুটো ম্যাচ সুপার ওভারে জেতার পরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত এখন এগিয়ে ৪-০।আর আজ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম নিউজিল্যাণ্ড। আর আজ সিরিজের শেষ ম্যাচেও জয় পেল কোহলি বাহিনী। পাশাপাশি এই ফরম্যাটে কোনও সিরিজ জিতল বিপক্ষকে হোয়াইটওয়াশের রেকর্ড গড়ল নীল জার্সিধারীরা।।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৫-০ জিতে যেদিন ভারতীয় দল নতুন নজির গড়ল, আজকের ম্যাচে ভারতীয় বোলারদের সাফল্য ছিল অনেকখনাই। আজকের ম্যাচেরজয়ের অন্যতম নায়ক জশপ্রীত বুমরা। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি নিলেন তিন উইকেট। তিনিই ম্যাচের সেরা। নবদীপ সাইনি নিলেন দুই উইকেট। শার্দুল ঠাকুরও নিলেন দুই উইকেট। একটা সময় ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল আর সেখান থেকেই ভারতকে ম্যাচে ফেরান ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের দাপটে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় দল। সাথে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বপ্ন পুরন হল আজ তাদের।