করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী, বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসে আতঙ্কের সংখ্যা লাফিয়ে বাড়ছে দিনদিন। যার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমজনতার মনে। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে চিনের ১৯টি শহর বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উড়ান তো বটেই, ট্রেন-বাস-ফেরি-সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ এই সব শহরে। স্কুল-কলেজ-অফিস বন্ধ। বর্তমানে বিশ্বে ১৭ হাজার ২০৫ জন এই ভাইরাসে আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ৭০০ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্যান্য দেশের পাশাপাশি ধীরে ধীরে ভারতেও থাবা বসাচ্ছে করোনা। সোমবার কেরলে ফের এই মারণ ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। উল্লেখ্য, চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার পর্যন্ত প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৬১।