চলে গেলেন একাধারে শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও রাজনীতিবিদ কৃষ্ণা বসু।


শনিবার,২২/০২/২০২০
660

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সকালে মেডিকা হাসপাতালে প্রয়াত হন তৃনমূলের প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণা বসু। তাঁর মৃত্যুতে শিক্ষা ও রাজনৈতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন কবি কৃষ্ণা বসু। তাঁর প্রয়ানে শিক্ষামহলে এক বিশেষ  ক্ষতি হল বলে মনে করছেন বিশিষ্টরা।কৃষ্ণা বসুর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘‘প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসুর মৃত্যুর খবরে আমি শোকাহত ও মর্মাহত।এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সমাজের সব স্তরের মানুষ। এছাড়া রাজনৈতিক জগতের ব্যাক্তিক্ত্বরা তাকে শ্রদ্ধা জানাতে এসেছিল। এ দিন বিকেলে কৃষ্ণাদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট