এদিন সকাল ১১টা ৪০ মিনিটে গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে নামেন মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ার ফোর্স ওয়ান’। সেখান থেকে তিনি যান নবনির্মিতমোতেরা স্টেডিয়ামে। ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। রাস্তার দুই ধারে জনস্রোতে ভাসছে। উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে সাধারন মানুষের মধ্যে। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে।
পাশপাশি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে চারিপাশ। আর কিছুক্ষনের মধ্যে সবরমতী আশ্রমে প্রবেশ করবেন তিনি। প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করে সবরমতী আশ্রমে প্রবেশ করবেন তিনি। জাতির জনকের আশ্রমে এসে আজ শ্রদ্ধা নিবেদন করবেন মার্কিন প্রেসিডেন্ট। রাস্তার দুইধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তাঁর এই সফরকে স্মরণীয় করে রাখতে খামতির কোনও জায়গা রাখছে না ভারত। তা সে নিরাপত্তা হোক বা তাঁর থাকার ব্যবস্থা— সব দিক থেকে লক্ষ্যণীয় ব্যবস্থা করা হয়েছে।
Auto Amazon Links: No products found.