আশ্রমের কর্মীদের সাহায্যে চরকা কাটলেন ট্রাম্প দম্পতি। ঘুরে দেখলেন আশ্রম চত্বর।


সোমবার,২৪/০২/২০২০
385

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়া কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে সবরমতী আশ্রম। রোড শো করে সবরমতী পোঁছালেন মার্কিন প্রেসিডেণ্ট। আমেদাবাদে পৌঁছালেন তিনি। সুত্রের খবর আশ্রমের চা পানের আসরে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। জাতির জনকের কাছে এসে মাল্যদান করলেন তিনি। যে ঘরে মহাত্মা গান্ধী চরকা কাটতেন গান্ধীজি, সেখানে এখন পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিশেষ জায়গার মাহাত্ম্য বুঝিয়ে দিচ্ছেন মোদী মার্কিন প্রেসিডেন্টকে।

 

কিভাবে চড়কায় সুতো কাটা হয় সেই প্রক্রিয়া মার্কিন প্রেসিডেন্টকে বুঝিয়ে দিচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নিজেই চড়কা চালালেন আজ। সবরমতী আশ্রমে চড়কা কাটা হাতে কলমে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আশ্রমের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তিনি। যে পথে তারা আশ্রমে এসেছিলেন আবার সেই পথে তাঁরা আবার যাবেন মোতেরা স্টেডিয়ামে। এবার নিজের গাড়ির উদ্দেশ্যে সস্ত্রীক ট্রাম্প এগিয়ে যাচ্ছেন তাঁর সাথে রয়েছেন প্রধানমন্ত্রী, এবার তাদের গন্তব্য মোতেরা স্টেডিয়াম। ঝাঁকে ঝাঁকে সাধারন মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে রয়েছেন স্বাগত জানানোর জন্য। সবরমতী আশ্রম পরিদর্শন করে তারা গন্তব্য মোতেরা স্টেডিয়াম এর উদ্দেশ্যে বেড়িয়ে গেলেন। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প ও মোদি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট