বুধবার মধ্যরাতে মুরলীধরের বদলির বিজ্ঞপ্তি জারি হয়। এর পরেই শুরু হয়েছে শাসক ও বিরোধী পক্ষের বিতণ্ডা।


শুক্রবার,২৮/০২/২০২০
267

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে রাজধানী , খুলছে দিল্লির দোকানপাট। আর এরই মধ্যে বুধবার মধ্যরাতে মুরলীধরের বদলির বিজ্ঞপ্তি জারি হয়। এর পরেই শুরু হয়েছে শাসক ও বিরোধী পক্ষের বিতণ্ডা।এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর তুমুল তরজা শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। সোনিয়া গান্ধীর দলের অভিযোগ, দিল্লিতে হিংসা ছড়ানোয় অভিযুক্ত বিজেপি নেতাদের বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। এরই মধ্যে বিচারপতি বদলির নির্দেশ ঘিরে আরও একবার সরব হয়েছেন বিরোধীরা। বিচারপতি এস মুরলীধরের বদলি প্রসঙ্গে ট্যুইটারে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘এই ঘটনা বিচারপতি লোয়ার কথা স্মরণ করাল। যাঁকে বদলি করা হয়নি’।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট