আজ টি ২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মহিলা ভারতীয় দল। আজ স্বপ্নপুরনের লক্ষ্যে মাঠে নামছে তারা। প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি জয়ের হাতছানি রয়েছে আজ মহিলা ক্রিকেট দলের কাছে। আন্তর্জাতিক নারী দিবসে কার হাতে ট্রফি উঠবে, তা দেখতে মেলবোর্নে হাজির হতে পারেন ৯০ হাজার দর্শক । অন্যদিকে জন্মদিনে দেশকে বিশ্বকাপ উপহার দিতে মরিয়া হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ট্রফি ছাড়া আর কিছু চান না। অর্থাৎ আজ নিজের জন্মদিনে দেশকে বিশ্বকাপ উপহার দিতে চান তিনি। এছাড়া চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এছাড়া আজ বিশ্বজয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। আন্তর্জাতিক নারী দিবসে কার হাতে ট্রফি উঠবে, তা দেখতে মেলবোর্নে হাজির হতে পারেন নব্বই হাজার মানুষ।
জন্মদিনে দেশকে বিশ্বকাপ উপহার দিতে মরিয়া হরমনপ্রীত।
রবিবার,০৮/০৩/২০২০
618
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---