করোনা-সংক্রমণের আশঙ্কায় কমছে মুরগির মাংসের বিক্রি।


রবিবার,০৮/০৩/২০২০
1059

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সুদুর চীনে পুর্বেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে চীনে। এছাড়া নোভেল করোনা ভাইরাস থাবা বসিয়েছে এই দেশেও। সুত্রের খবর এখনও পর্যন্ত এই দেশে প্রায় তিরিশ জন এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে স্বাভাবিক ভাবে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। এছাড়া এই ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছে স্বাস্থ্য দপ্তর। কিন্ত এবার এই ভাইরাসের পরোক্ষ প্রভাব পড়েছে মুরগীর মাংসে। জানা গিয়েছে চলতি মাসে অনেকটাই বিক্রি কমেছে মুরগীর মাংসের। এছাড়া সোশ্যালমিডিয়ায় বিভিন্ন পোস্টে মুরগীর মাংস আহারে না রাখার বিভিন্ন পোস্ট প্রতিনিয়ত শেয়ার হয়ে চলেছে।

এই বিভ্রান্তি মুলক পোস্ট গুলির  ফলে স্বাভাবিক ভাবে মুরগীর মাংসের প্রতি অনীহা জন্মাচ্ছে আমজনতার। এছাড়া বাজার করতে গিয়ে অনেকেই মুরগির মাংস এড়িয়ে চলছেন। রোজকার মেনু থেকে মুরগির মাংসকে ইতিমধ্যে বাদ দিয়েছে অনেকেই। অনেকের মতে করোনা-সংক্রমণের আশঙ্কায় কমছে মুরগির মাংসের বিক্রি।ফলে স্বাভাবিক ভাবে মাথায় হাত ব্যাবসায়ীদের । অন্যদিকে এমন পরিস্থিতিতে দড় হাঁকাচ্ছেন খাসির মাংস বিক্রেতারা। ক্রেতাদের দাবি, আগে যে খাসির মাংস সাড়ে ৫০০ টাকায় বিক্রি হত সেই মাংসই এখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট