আইপিএলে ম্যাচের সংখ্যা কম করার বিষয়টিও বিবেচনা করে দেখছে বিসিসিআই।


রবিবার,১৫/০৩/২০২০
770

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিসিসিআই আইপিএলের দলগুলির মালিকদের সঙ্গে ম্যাচের সংখ্যা ছাঁটাই নিয়ে আলোচনা করেছে বলে জানা গিয়েছে।ফ্রেঞ্চাইজিগুলিকে পাঁচটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এই তারিখগুলি হলো – ১৫ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ১ মে আর ৫ মে।পাশাপাশি দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচার কারণে ভারত সরকার ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করে দিয়েছে। এছাড়া আইপিএলে ম্যাচের সংখ্যা কম করার বিষয়টিও বিবেচনা করে দেখছে বিসিসিআই। তবে সারা পৃথিবীর স্বাস্থ্য বিভাগ থেকে যে রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে ১৫ এপ্রিল আইপিএল শুরু করা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট