করোনা আতঙ্কে তোলপাড় বিশ্ব। প্রতিদিন নতুন করে হদিশ মিলছে এই ভাইরাসে আক্রান্তের । করোনার সংক্রমণ এবার পৌঁছে গেল রাজ্য ওড়িশাতেও। এদিনই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছে ভুবনেশ্বরে। যার ফলে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। অন্য দিকে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৭ হাজার। আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮০ হাজারের বেশি। ছড়িয়েছে বিশ্বের ১৪৫টি দেশে।এই অবস্থায় সামাজিক অথবা যেকোনও সমাবেশের লোকসংখ্যাও সর্বপ্রথম নির্ধারণ করে দিয়েছে দিল্লি।
করোনার সংক্রমণ এবার পৌঁছে গেল রাজ্য ওড়িশাতেও।
মঙ্গলবার,১৭/০৩/২০২০
432
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---