আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফুর ডাক দিলেন তিনি। সে-দিন জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া আর সবাইকে ১৪ ঘণ্টা ঘরে থাকতে বলেছেন মোদী। এতে সংক্রমণ ছড়ানো কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষামূলকভাবে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই জনতা কার্ফু কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।